বাঘাইছড়িতে অস্ত্রসহ একজন আটক

372

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি- রাঙ্গামাটির বাঘাইছড়ির আমতলীতে গুলিভর্তি বিদেশী অত্যাধুনিক রিভলবারসহ বেলাল হোসেন (৩৪)নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। অস্ত্রসহ আটক বেলাল আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল চৌধুরীর ফুফাতো ভাই বলে জানা গেছে।

গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে আমতলী বাজার থেকে পুলিশ বেলালকে অবৈধ অস্ত্রসহ আটক করেছে বলে জানিয়েছেন আমতলী স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুন্সি আনিসুর রহমান।

মুন্সি আনিসুর রহমান জানিয়েছেন, আমতলী বাজারে সবসময় কোমড়ে পিস্তল নিয়ে এক ব্যক্তির প্রকাশ্যে ঘুরাঘুরির বিষয়ে পুলিশের কাছে তথ্য ছিল। সে তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে রবিবার রাত সাড়ে বারোটার দিকে বেলালকে আটক করে তল্লাশী চালালে তার কোমর থেকে একটি অত্যাধুনিক বিদেশী চাইনিজ রিভলবারসহ বেলালকে আটক করা হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান তিনি।

অবৈধ অস্ত্র নিয়ে বেলাল আমতলী বাজারে প্রায় সময় কোমরে পিস্তল নিয়ে ঘুরাঘুরি করার কারনে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বেশ আতঙ্কগ্রস্থ ছিল বলে জানা গেছে।
আটক বেলাল আমতলীতে স্থানীয়দের কাছে চাঁদা কালেক্টর বেলাল হিসেবেই পরিচিত বলে জানা গেছে।