সাম্প্রদায়িক-সম্প্রীতি অক্ষুন্ন রাখাসহ সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের গুরুত্ব অপরিসীম-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

290

লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়ি পার্বত্য জেলায় সাম্প্রদায়িক-সম্প্রীতি অক্ষুন্ন রাখাসহ এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করেছেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের কদমতলীস্থ রেষ্ট হাউজে খাগড়াছড়িতে কমর্রত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্যে আমরা সম্মেলিত প্রচেষ্টা চালিয়ে খাগড়াছড়ি জেলাকে একটি শান্তির নীড় হিসেবে গড়ে তুলবো। সাংবাদিকরাই পারে তাদের লেখনির মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলাসহ দেশের উন্নয়নের দিকে এগিয়ে নেয়া। তাই এই এলাকার উন্নয়ন তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে তিনি সাংবাদিকদের শারদীয় উপহার তুলে দেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে প্রবীন সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা, তরুন কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, জুয়েল চাকমা, মংশিপ্রু চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা ও পার্থ ত্রিপুরা জুয়েলসহ জেলা সদরে কমর্রত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।