নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার হিল টপ রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। নোংরা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও পরিবেশনের দায়ে এই জরিমানা করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু এ জরিমানা করেন। ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় হিল টপ রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত শহরের তিনটি বাজারে অভিযান চালায়। সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে অন্যান্য জেলায় আলুর অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির বাজারে দাম স্থিতিশীল রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। আলুর দাম ত্রিশ টাকার বেশি বিক্রি না করার লক্ষ্যে শহরের রিজার্ভ বাজার, বনরূপা ও তবলছড়ি বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতেও প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন মিঠু জানান, সম্প্রতি অন্যান্য জেলায় আলুর অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় দাম মনিটরিংয়ের জন্য শহরের তিনটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একই সাথে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রিজার্ভ বাজারের হিল টপ রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। হিল টপ রেস্টুরেন্টের বিরুদ্ধে পর্যটক ও গ্রাহকদের হয়রানির অভিযোগ রয়েছে।