রাঙ্গামাটিতে নতুন-পুরাতন সকল ব্র্যান্ডের কালেকশন নিয়ে ব্রাদার্স টেলিকম’র যাত্রা শুরু

মোবাইল সপ্ "ব্রাদার্স টেলিকম"র শুভ উদ্বোধন

666

নিজস্ব প্রতিবেদকঃ-রাঙ্গামাটি শহর ও জেলা উপজেলার সকল গ্রাহকদের জন্য নতুন চমক ও অভিজ্ঞতা নিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সকল ব্র্যান্ডের কালেকশন নিয়ে ব্রাদার্স টেলিকম’র যাত্রা শুরু করেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় রাঙ্গামাটি শহরের মোবাইল মার্কেট হিসেবে জনপ্রিয় বিএম-২ মার্কেটের ২য় তলায় মোবাইল সপ্ “ব্রাদার্স টেলিকম”র শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে ব্রাদার্স টেলিকমের স্বত্বাধিকারী মোস্তফা কামাল সুমন, অন্যতম পৃষ্ঠপোষক মোঃ সোহেলসহ মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ব্রাদার্স টেলিকমের স্বত্বাধিকারী জানান, দীর্ঘদিন যাবৎ আমরা সুনামের সাথে পরিচালনা করে আসছি। ক্রেতাদের সুবিধার্থে সকল ব্যান্ডের মোবাইল ফোন আমরা সুলভ মূল্যে বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দোকানে শাওমি’র ডিস্ট্রিবিউটর রয়েছে। শাওমি রেডমি থ্রি, এমআই ম্যাক্স ও এমআই ফাইভ স্মার্টফোন তিনটিসহ সকল প্রকার মডেলের মোবাইল সেট দিতে পারবো। এছাড়াো অপপো, এমআই, রিয়েল মীসহ নামিদাবি সকল প্রকার মোবাইল পাওয়া যাবে। প্রয়োজনে- ০১৮২০-৩১৩৬৮৯।

উল্লেখ্য, ব্রাদার্স টেলিকম পার্শ্ববর্তী মার্কেট আইসিআর শপিং প্লাজার মোবাইল পয়েন্ট এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গ্রাহকের সুবিধার্থে নতুন-পুরাতন ও সকল ব্র্যান্ডের কালেকশন নিয়ে তিনি যাত্রা শুরু করলেন ব্রাদার্স টেলিকম।