রিজার্ভ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙামাটি পৌরসভার নগদ অর্থ প্রদান

246

শাহ আলম, রাঙামাটি: রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারস্থ বাস স্টেশন এলাকায়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০) বিকাল ৫টায় ক্ষতিগ্রস্থদের মাঝে রাঙ্গামাটি পৌরসভার পক্ষথেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মো: হেলাল উদ্দিন, ০১ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর রুপশী দাশ গুপ্ত, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: করিম আকবর প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ক্ষতিগ্রস্থ ১০ পরিবারকে পাচ হাজার টাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বুধবার ভোররাত চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাতের শেষ সময়ে সংগঠিত এই অগ্নিকান্ডের সময় আশেপাশের সকলেই ঘুমন্ত অবস্থায় ছিলো। এসময দোকানের ভেতরে থাকা জ্বালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনে মুহুর্তের মধ্যেই আগুন চারিপাশে ছড়িয়ে পড়ে। এতে করে ঘটনাস্থলের একটি মুদি দোকান, মোবাইল রিচার্জের দোকান, সেলুন, লাইব্রেরী, টেইলার্স, হোমিও প্যাথিক, পানের দোকান, মোবাইল সার্ভিসিংয়ের দোকানসহ মোট নয়টি দোকান আগুনে সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।