রাঙ্গামাটি সফরে আসছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি

157

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে যোগ দিতে আগামী ১৮ অক্টোবর রাঙ্গামাটি জেলায় আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈচিং এমপি।
পার্বত্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী রাঙ্গামাটিতে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আলী এর ম্যুরাল উদ্বোধন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন।
জানা গেছে, রবিবার সকাল ১১টায় সড়ক পথে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বান্দরবান থেকে রাঙ্গামাটি এসে পৌঁছাবেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেষ্ট হাউজে অবস্থান নিবেন। দুপুর ২টায় শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আলী এর ম্যুরাল উদ্বোধণী অনুষ্টানে যোগ দিবেন। বিকাল ২টা ৩০ মিনিটে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। এর পর বিকাল ৪টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রাঙ্গামাটি ত্যাগ করবেন তিনি।