‘কাউকে বাদ দিয়ে আমরা বাংলাদেশের কথা চিন্তা করিনা’ চুক্তি প্রসঙ্গে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

160

রাহুল বড়ু ছোটন/অনুপম মার্মা, বান্দরবানঃ-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, পার্বত্য শান্তিচুক্তি পুর্ণ বাস্তবায়নে কাজ করছে সরকার। আমরা চাই সারা বাংলাদেশকে নিয়ে এক সঙ্গে উন্নয়ন করতে। আমরা সবাই মিলেই বাংলাদেশ। কাউকে বাদ দিয়ে আমরা বাংলাদেশের কথা চিন্তাও করিনা। সবাই ভাই ভাই হয়ে আমরা চলতে চাই।
বৃহষ্পতিবার (১৫অক্টোবর) সকালে গনপূর্ত বিভাগ (পিডব্লিউডি) ও স্থাপত্য অধিদপ্তর এর বাস্তবায়নে এবং বাংলাদেশ পুলিশের সার্বিক সহযোগিতায় ৯ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বান্দরবানের থানচি থানার ৪তলা ভবনের ফলক উম্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সীমান্ত রক্ষা এবং সীমান্তে আরো নিরাপত্তা আরো জোরদার করার জন্য থানচি থেকে লিকরির সীমান্ত সড়কটি করা হচ্ছে। আমরা আশা করছি এ সড়কটির কাজ শেষ হলে আরো ইনভেষ্টার আসবে, আরো লোকজন পুঁজি বিনিয়োগ করবেন। আর এই কাজ সম্পন্ন হলে বান্দরবানসহ পাহাড়ের উন্নয়ন বৃদ্ধি পাবে। আগামী প্রজম্ম বান্দরবানের পর্যটনের প্রতি আকৃষ্ট হবে। পার্বত্য এলাকার মানুষের নিরাপত্তার জন্য যা কিছু করার দরকার সবই সরকার করছে বলেও জানান মন্ত্রী। এরপর অতিথিরা থানা ভবনের সামনে বৃক্ষরোপন করেন।
এর আগে মন্ত্রী হেলিকপ্টার যোগে থানচি বিজিবি সদর দপ্তরে অবতরণ করলে তাঁকে ফুলের তোড়া নিয়ে বরণ করে নেন বিজিবির বান্দরবান সেক্টরের কমান্ডার কর্ণেল নাহিদুল ইসলাম গাজী।
পরে মন্ত্রী নব নির্মিত থানা ভবন এলাকায় পৌছলে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার মন্ত্রীকে স্বাগত জানান।
এসময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুলসহ বিভিন্ন অফিসের উর্ধতন কর্মকর্তা, পুলিশ, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকালে নির্মানাধীণ সীমান্ত সড়কের বাগলাই নামক ৪ কিলোমিটার স্থান পরিদর্শন করবেন তিনি। আগামীকাল শুক্রবার থানচির দূর্গম রেমাক্রী এলাকা পরিদর্শন শেষে বিকেলে ঢাকার উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করার কথা রয়েছে মন্ত্রীর।