নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে রাঙ্গামাটিতে “প্রতিবাদী অবস্থান” কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে দুই ঘন্টাব্যাপী প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালিত করা হয়।
কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর সাবেক সদস্য নিরুপা দেওয়ান, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য এড. সুস্মিতা চাকমা, উন্মেষ রাঙ্গামাটি জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি বিটন চাকমা এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, প্রান্ত রনি প্রমুখ।
কর্মসূচী চলাকালে গানে, নাটকে, কবিতায় এবং ধর্ষণের বিরুদ্ধে গ্রাফিটি এঁকে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। কর্মসূচীতে বিভিন্ন স্থান থেকে নারী সংগঠনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে যেভাবে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনা ঘটছে এতে পাহাড়ের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তাই অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করার জন্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।