নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-কাপ্তাই হ্রদের মাছের উৎপাদন বৃদ্ধি ও হ্রদের পোনা মাছ ধ্বংসের হাত থেকে বাঁচাতে মৎস্য ব্যবসায়ীদের সাথে বৈঠকের নির্দেশনা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। গত ১৩ সেপ্টেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা আইন শৃঙ্খলা সভায় অংশগ্রহণকারীদের বক্তব্যের ভিত্তিতে এই নির্দেশনা প্রদান করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় রাঙ্গামাটির জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া রাঙ্গামাটি শহরের ফুটপাত দখল করে যারা অবৈধ ব্যবসা করছে এবং ফুটপাতের উপর বিভিন্ন মালামাল রেখে জনগনের চলাচলের বাধা সৃষ্টি করছে তাদেও বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য রাঙ্গামাটি পৌর সভার মেয়রকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া সভায় রাঙ্গামাটি জেলা বিভিন্ন সরকারী দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।