নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান ও মর্যাদার দিকে খেয়াল রেখে জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণও পেশাগত দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন। তিনি শৃঙ্খলার ক্ষেত্রে কঠোর ও পুলিশের কল্যাণের ক্ষেত্রে উদার মনোভাব দেখানোর বিষয়ে সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভায় জেলার সর্বস্তরের পুলিশ সদস্যের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবিরের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ সফিউল্লাহসহ রাঙ্গামাটি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন আরো বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে এযাবৎকালে করোনা মহামারী পর্যন্ত জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে পুলিশের ভূমিকা ছিল অনন্য। তারপরও গুটি কয়েক পুলিশ সদস্যের অপেশাদারিত্ব ও অনিয়মের কারণে গোটা পুলিশ বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। প্রতিটি পেশার মত পুলিশ বিভাগের কর্মকান্ডও সাধারণ মানুষ দ্বারা মূল্যায়িত হয়। সাধারণ মানুষই পুলিশকে তার ভালো কাজের জন্য প্রশংসা করেন, আবার খারাপ কাজের জন্য নিন্দা করেন। তাই সিদ্ধান্ত আপনাদের ভাল কাজ দ্বারা মানুষের মনে স্থান করে নিবেন নাকি নিন্দিত হবেন।
বিশেষ কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ আলমগীর কবির জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা দেন এবং সকল পুলিশ সদস্যদের ডিআইজির বার্তা অনুধাবন করে পেশাদারিত্ব এবং মানবিক আচরণের প্রতি আরও যতœশীল হওয়ার আহ্বান জানান।
এর আগে সভায় ডিআইজির উদ্দেশ্যে রাঙ্গামাটি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের জনবল, কর্মপ্রক্রিয়া, থানা, ফাঁঁড়ি, ক্যাম্প, চেকপোস্ট, আইন-শৃঙ্খলা রক্ষা ও পর্যটন শিল্পের বিকাশে জেলা পুলিশের ভূমিকা প্রভৃতি বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফি উল্লাহ।
সভাশেষে, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেনকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মোঃ আলমগীর করিব এবং পুলিশ লাইন্সের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং পলওয়েল পার্ক ও আরশিনগর এগ্রো-ট্যুরিজমফার্ম পরিদর্শন করেন এবং রাঙ্গামাটি পুলিশ সুপারের নেতৃত্বে জেলার সকল পুলিশ সদস্যের টিমওয়ার্কের প্রশংসা করেন।