সড়কে শৃঙ্খলা ফেরাতে বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

152
smartcapture

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবানে সড়কে শৃঙ্খলা ফেরাতে, হেলমেট ব্যবহারের তাগিদের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সংঙ্গে নিয়ে যাতায়তসহ মোটরযান আইন মেনে চলার স্বার্থে বান্দরবানে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ে সামনের প্রধান সড়কে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার।
এসময় ভ্রাম্যমান আদালতে আরো উপস্থিত ছিলেন, বিআরটিএর বান্দরবান জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের জুডিশিয়াল পেশকার সুমন পাল, সদর থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল হোসেনসহ পুলিশের সদস্যরা।
এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়কে চলাচলরত মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট না থাকা, রেজিস্ট্রেশন, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে সড়কে চলাচল করার অপরাধে বিভিন্ন মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়।
বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার জানান, বান্দরবানে মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট না থাকা, রেজিস্ট্রেশন-ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে সড়কে চলাচল করতে দেখা যাচ্ছে আর যারা সড়ক আইন অমান্য করছে তাদের সর্তক করার জন্য এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সড়ক পরিবহণ আইন না মানা, স্বাস্থ্যবিধি না মেনে সড়কে চলাচল করাসহ কয়েকটি অপরাধে ১১টি মামলায় ৪ হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়।