নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের যাত্রী বাহী লঞ্চেই জন্ম নিলো পুতুল। এই খবরের আনন্দে যাত্রী বাহী লঞ্চ বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল যাত্রী পরিবাহন সংস্থা রাঙ্গামাটি জোনের চেয়ারম্যান মঈন উদ্দিন সেলিম জন্মগ্রহণ করা পুতুল ও তার মায়ের ভাড়া আজীবন মওকুফ করে দিলেন।
অনেক ঘটনা মানুষের মনে আনন্দ দেয়, মনকে উৎফলিত করে। এতদিন আমরা বিমান যাত্রীর কথা শুনেছি; বিমানে কোন মা শিশু জন্ম দিলে শিশু এবং তার মায়ের জন্য আজীবন ভাড়া ফ্রি (মওকুফ) করা হয়।
তবে এইবার বিমানে নয়; রাঙ্গামাটির বরকল উপজেলায় লঞ্চে ঘটেছে এই ধরণের ঘটনা। সোমবার (৭সেপ্টেম্বর) বরকল উপজেলার গোরস্থান এলাকা থেকে এক সন্তান সম্ভবা নারী তার স্বামীকে নিয়ে এমএল সফি নামের একটি লঞ্চযোগে রাঙ্গামাটি শহরের উদ্দেশ্যে যাত্রা করে। এমন সময় পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে ওই নারীর লঞ্চের মধ্যে প্রসব বেদনা শুরু হয় এবং এর কিছুক্ষণ পর সুস্থ্য অবস্থায় এক কন্যা শিশুর জন্ম দেয়। এই ঘটনা চারদিক জানাজানি হলে লঞ্চের যাত্রীরা আনন্দ উল্লাস করে।
এদিকে ঘটনাটি জানাজানি হলে লঞ্চ ঘাটে ফিরার পর পরই রাঙ্গামাটির লঞ্চ মালিকরা ওই শিশুটিকে দেখতে ছুটে যান এবং শিশুটিকে কোলে তুলে নেন। তারা সকলে মিলে শিশুটির নাম রাখেন ‘পুতুল। পুতুল এবং তার মায়ের জন্য তৎক্ষণাত ভাবে আজীবন ভাড়া মওকুপের সিদ্ধান্ত জানান মালিক পক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাএী পরিবহন সংস্থা রাঙ্গামাটি জোন এর চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসলে এই ধরণের ঘটনা সত্যিই মনকে ফুলকিত করে। আমরা শিশু এবং তার মায়ের জন্য আজীবন ভাড়া মওকুফ করে দিয়েছি। তারা যতদিন লঞ্চযোগে চলাচল করবে ততদিন তাদের কাছ থেকে কোন সময় ভাড়া আদায় করা হবে না। তবে তিনি শিশুর মায়ের নাম ও পরিচয় জানাতে পারেনি।