রাঙ্গামাটিতে ওয়াই মুভস্ প্রকল্পের অবহিতকরণ সভা

231

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে মেয়ে শিশু ও যুবদের সক্ষমতা বৃদ্ধি ও যৌন সহিংসতা প্রতিরোধে ওয়াই মুভস্ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা সম্মেলন কক্ষে গ্রীন হিলের উদ্যোগে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা তুজ জোহরা।
এসময় বক্তব্যে রাখেন, গ্রীনহীলের চেয়ারপারসন টুকু তালুকদার, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, উপজেলা শিক্ষা অফিসার জগদীশ চাকমা, গ্রীনহীলের উপ-পরিচালক যতন কুমার দেওয়ান প্রমুখ। ওয়াই মুভ প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন, গ্রীন হিলের কর্মসূচী ব্যবস্থাপক অনর্ব দেওয়ান।
সভায় বলা হয়, ওয়াই-মুভস প্রকল্পটি মূলতঃ শিশু অধিকার বাস্তবায়নের জন্য ন্যাশনাল চিলড্রেন টাস্ক র্ফোস এর সাথে রাঙ্গামাটি সদর উপজেলায় সাপছড়ি ইউনিয়নে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছে। বিশেষ করে মেয়ে শিশুদের অংশগ্রহণ, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্যের অধিকারকে এগিয়ে নিতে গতিশীল সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখা এবং শিশু ও যুব নেতৃত্বাধীন নেটওর্য়াকগুলিসহ সুশীল সমাজের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। এছাড়াও শিশু ও যুবরা যেন নিজেদের সুরক্ষায় নিজেরা কার্যকরী ভূমিকা রাখতে পারে সেজন্য তাদের সক্রিয় অংশ গ্রহণ নিশ্চিত করা।
অবহিতকরণ সভায় প্রকল্প এলাকা সাপছড়ি থেকে হেডম্যান, কারবারী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় গ্রীন হিল ওয়াই-মুভস প্রকল্প বাস্তবায়ন করছে।