নাইক্ষ্যংছড়ি দৌছড়িতে ১১ বিজিবি অভিযানে ৫ অস্ত্র উদ্ধার

176

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়িঃ-নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের ভাগ্নেরঝিরি এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ১টি তাজা গুলি ও অস্ত্র তৈরির ব্যারেল উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টায় বিষয়টি প্রেস ব্রিফিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন ১১ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শাহ্ আব্দুল আজিজ আহাম্মদ।
প্রেস ব্রিফিং এ লে: কর্ণেল শাহ্ আব্দুল আজিজ আহাম্মদ জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, সীমান্তের অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীন সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি জোনের ১১ বিজিবি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টম্বার) ২টা ৩০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল শাহ্ আব্দুল আজিজ আহাম্মেদ ও ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোঃ জামাল হোছাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইউনিয়নের ভাগ্নেরঝিরি এলাকার গহীন জঙ্গল থেকে ব্যবহৃত ৪টি এস,বি,বি,এল অস্ত্র, ১টি দেশীয় এক নলা বন্দুক, ২টি অস্ত্র তৈরির ব্যারেল, ১টি কার্তুজ ও ৫টি কার্তুজের খালি খোসা উদ্ধার করায় হয়।
তবে অভিযান টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় হস্থান্তর ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।