বান্দরবানে এলজিইডি বাস্তবায়নে ২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

206

রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র বাস্তবায়নে ২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সদরের কালাঘাটা সরকারী শিশু পরিবারের সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র বাস্তবায়নে ৮ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে কালাঘাটা থেকে তারাছা ইউ.পি সড়ক (চেইনেজ ৩৫০মিঃ ৫১২০ মিঃ) পূর্ণবাসন কাঁ তার মধ্যে শিশু পরিবার সড়ক উন্নয়ন চেইনেজঃ ০.০০-১৩৫০ মিটার, বীর বাহাদুর নগর সড়ক উন্নয়ন চেইনেজঃ ০.০-৫৪৫ মিটার, চাইংগ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়ক উন্নয়ন চেইনেজঃ ০.০-২৬৫মিটার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও ২ কোটি ৪৩ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে বালাঘাটার বিক্রিছড়া থেকে মুসলিম পাড়া সড়কে চেইনেজ ৪০১মি. এ ৩৫মি. দৈর্ঘ্য পি.সি. গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পৌর কাউন্সিলর দিলীপ বড়ুয়া, অজিত কান্তি দাশ, আবুল খায়ের আবু, সৌরভ দাশ শেখর সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, নিজের এলাকা ও পরিবেশ নিজেকেই সবসময় সুন্দর রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কখনই কুন্ঠাবোধ করেন না।
পার্বত্য মন্ত্রী আরো বলেন, সেতুটি হলে দুই পাশের এলাকায় উন্নয়ন সাধিত হবে। কৃষি পণ্য সহজেই বহন করে জেলা সদরে বিক্রয় করতে পারবে কৃষকরা। এছাড়াও তারাছা এলাকার সড়ক নির্মাণ কাজ শেষ হলে সাধারণ জনগণ নৌপথের পাশাপাশি সড়কপথেও পণ্য পরিবহন করতে পারবে। পার্বত্য মন্ত্রী বলেন, আজ পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের সুফল ভোগ করছে স্থানীয় জনগন।