নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে করোনা রোগীদের সেবা প্রদানের লক্ষে ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৩টি অক্সিজেন সিলিন্ডার এবং চিকিৎসা কর্মীদের জন্য এন- ৯৫ ও কেএন-৯৫ মাস্ক প্রদান করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেনারেল হাসপাতালে সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় ইস্পাহানি গ্রুপের পক্ষে উইং ম্যানেজার নুর নবী, ডিভিশনাল ম্যানেজার আবদুস সালাম ও আবু হেনা মোস্তফা হেলাল, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর উপস্থিত ছিলেন।
এসময় ইস্পাহানি গ্রুপের পক্ষে জানানো হয়, ইস্পাহানি গ্রুপ তাদের আয়ের উল্লেখযোগ্য অংশ দেশের সামগ্রিক স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করে থাকে। বর্তমানে করোনা ভাইরাস মোকাবিলায় সারাদেশের বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে হাসপাতাল সমূহে এইচ এফ এন সি, অক্সিজেন সিলিন্ডার, এন-৯৫ মাস্কসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী দিয়ে সহযোগিতা হাত প্রসারিত করছে এবং ইস্পাহানি গ্রুপের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান সংস্থার নেতৃবৃন্দরা।