বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে জাসাসের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরন

418

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-১ লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে বিকাল সাড়ে ৩টা হতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন, জাসাস কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাকির হোসেন রোকন। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারন সম্পাদক দীপন তালুকদার, জাসাস কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি ফেরদৌস ফকির, রাঙ্গামাটি জেলা জাসাসের সভাপতি আবুল হোসেস বালি, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, রাঙ্গামাটি জেলা জাসাসের সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন। চক্ষু শিবিরে বিনামূল্যে প্রায় দেড়শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় রাঙ্গামাটি জেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলা জাসাস আয়োজিত দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন একটি মহতি উদ্যোগ এবং মানবতাবাদি কাজ। আর মানব সেবার ব্রত নিয়ে এই ধরনের কাজে রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠনগুলো করা উচিৎ।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনে রাঙ্গামাটি জবল ই নূর চক্ষু চিকিৎসালয় এর সহযোগিতায় ডাঃ শেক মোহাম্মদ মুরাদ এম.বি.বি.এস, এম সি.পিএস (চক্ষু), চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, ছানি ও গ্লুকোমা রোগে অভিজ্ঞ লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু চট্টগ্রাম উপস্থিত থেকে চক্ষু চিকিৎসা ও চিকিৎসাপত্র প্রদান করেন।