সোহেল রানা দীঘিনালাঃ-খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭আগষ্ট) উপজেলা সম্প্রসারণ প্রকল্পের আওতায় দীঘিনালা উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও অডিরিয়াম হলরুম উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীণ উদ্বান্তু নিদিষ্টকরণ ও পূর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ সভাপতিত্বে অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার ভূমি গাজালা পারভীত রূহি, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আশুতোষ চাকমা প্রমূখ। এতে স্বাগত বক্তব্য খাগড়াছড়ি জেলা নির্বাহী প্রকৌশলী মো: হাছাল আলী বলেন, উপজেলা সম্প্রসারণ প্রকল্পের আওতায় কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা সম্প্রসারিত ভবন ও অডিটরিয়াম হল নির্মান করা হয়।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি “ক্যানসার, লিভার সিরোসিস, কিডনি, জন্মগত হ্রদরোগে আক্রান্ত এবং স্ট্রোকে প্যারালাইজড” রোগী নাছির উদ্দিন, বরদেন্দু চাকমা, কাকলি চাকমা, জগৎ জ্যোতি চাকমা, তোফাজ্জল হোসেন, বিমলেন্দু চাকমা, তুষার কান্তি চাকমা, অমিরা ত্রিপুরা এবং মোস্তফা মীর”সহ ৯জনকে নগদ ৫০ হাজার টাকা করে সাড়ে ৪ লক্ষ টাকার নগদ চেক হস্তান্তর করা হয়।