নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটির জুড়াছড়িতে নারী হেডম্যান ও কার্বারীদের নিয়ে দিন ব্যাপী গ্রুপ ফরমেশনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতি বার সকালে জুড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গামাটির বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ এর উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগীতায় এবং উইমেন্স ভয়েস অব লিডারশীপ বাংলাদেশ প্রকল্পের ওমেন ইন পাওয়ার প্রোগ্রাম এর আওতায় দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
হেডম্যান কার্বারীদের দিনব্যাপী গ্রুপ ফরমেশন সভায় উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন মৌজার নারী হেডম্যান-কার্বারীরা অংশগ্রহন করেন এবং সভায় গুরুত্বপুর্ন মতামত ব্যক্ত করেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ ওমেন ইন পাওয়ার প্রকল্পের ফিল্ড অফিসার মিসেস স্টীনা চাকমার উপস্থাপনায় ও ওমেন ইন পাওয়ার প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মিসেস তন্বী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় কিশোরী,যুবতী ও নারীদের সক্ষমতা বৃদ্ধিসহ তাদের অধিকার রক্ষায় সচেতন করতে কাজ করার জন্য নারী হেডম্যান কার্বারীদের প্রতি আহবান জানানো হয়। এছাড়া সভায় জেন্ডার সক্ষমতা,নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে নারীদের নিজেদের উপযোগী করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।