ঝুলন দত্ত, কাপ্তাইঃ-বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায়, রাঙ্গামাটি জেলা স্কাউটস এর সহযোগিতায় এবং কাপ্তাই উপজেলা স্কাউটস এর আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো ৫দিনব্যাপী ১৪১তম কাব লিডার বেসিক কোর্স (ভার্চুয়াল) উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ভার্চুয়ালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বেসিক কোর্সের উদ্বোধন করেন।
এই সময় জেলা প্রশাসক বলেন, একজন মানুষকে আর্দশবান মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটস এর প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরোও বলেন, রাঙ্গামাটি জেলার ৭০৮টি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ কাব স্কাউটস কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস এর উপ কমিশনার (প্রোগাম) মুহাম্মদ হাবিবুল হক, এলটি এর সভাপতিত্বে উপ কমিশনার (প্রশিক্ষণ) জাকের আহমদ, এলটি এর সঞ্চালনায় এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিতাভ পরাগ তালুকদার, বাংলাদেশ স্কাউটস এর চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত সম্পাদক মো: বেলাল হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
রাঙ্গামাটি জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক বিজন কুমার দে জানান, এই কোর্সটি বাংলাদেশের মধ্যে প্রথম অনলাইন কাব লিডার বেসিক কোর্স।
কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু জানান, এই ভার্চুয়াল প্রশিক্ষণে কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সর্বমোট ৪০ জন অংশ নিচ্ছেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি মুনতাসির জাহান জানান, এই প্রশিক্ষণ শেষে তাদের অর্জিত জ্ঞান দিয়ে উপজেলা কাব স্কাউটস কার্যক্রম আরোও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।