রাঙ্গামাটিতে শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ এর ৮৯তম আর্বিভাব দিবস উদযাপন

734

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-প্রতিবছরের ন্যায় রাঙ্গামাটিতে সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ এর ৮৯তম আর্বিভাব দিবস উপলক্ষে তপোবন সার্বজনীন শ্রী গুরুসংঘের আয়োজনে ২৪ ও ২৫ আগষ্ট দুই দিন ব্যাপী মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও গীতাপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে।
এই উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) রাঙ্গামাটি আসামবস্তি শ্রী শ্রী শিব মন্দিরে সন্ধ্যা সাড়ে ৬টায় সমবেত উপাসনা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শুভ উদ্বোধনের মাধ্যমে শ্রী শ্রী গীতা পুষ্পযজ্ঞের শুভ অধিবাস ও ৮৯তম শ্রী শ্রী গুরুদেবের শুভ আবির্ভাব দিবস উদযাপন করা হয়।
মঙ্গলবার (২৫ আগষ্ট) ব্রক্ষ্ম মুর্হুতে মঙ্গলবাতি প্রজ্জ্বলন দুপুর ১২টায় সমবেত উপাসনা ও ভিশ্বশান্তি কামনায় শ্রী শ্রী গীতাপুষ্পযজ্ঞ আরম্ভ ও দীক্ষাদান। দুপুর সাড়ে ১২টায় মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যা সাড়ে ৫টায় বিশ্ব শান্তি কামনা ও গীতাপাঠের মাধ্যমে পুষ্পযজ্ঞের পূর্ণাহুতি করা হয়। সকল মাঙ্গলিক অনুষ্ঠানে পৌরহিত্য করেন সুক্ষ্ম দেহদারী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ।
এদিকে, শ্রী শ্রী পরমহংস মহাযোগী শ্রীমৎ স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরু মহারাজ এর ৮৯তম আর্বিভাব দিবস উপলক্ষে রাঙ্গামাটি আসামবস্তি শ্রী শ্রী শিব মন্দিরে রাঙ্গামাটি বিভিন্ন স্থান থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তকুল শত শত নারী-পুরুষ সমবেত হয় এবং বিশ্ব শান্তি কামনা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।