রোয়াংছড়িতে ৪দিনব্যাপি পল্লী উন্নয়ন বোর্ডের সুফল ভোগীদের কর্মশালা

208

রোয়াংছড়ি প্রতিনিধিঃ-বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অধিপ্তরের আয়োজনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র বিমোচনে লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচীর শীর্ষক প্রকল্পের আওতায় সুফল ভোগীদের নিয়ে উপজেলা পরিষদের সভা মিলনায়তনে ৪দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হযেছে। এ কর্মশালা অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা।
সোমবার (২৪ আগস্ট) উপজেলা বিআরডিবি কর্মকর্তা পুলুমা মারমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর উপ-পরিচালক সুইক্রাচিং মারমা,উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নুসিং মারমা। এছাড়া উপজেলা ৪টি ইউনিয়নে ৩৬জন্য সুফল ভোগীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।