রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র প্রয়াত মাতা ড মাচয়ই এর স্মৃতি স্মরণে বান্দরবানে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুরু হয়েছে।
শনিবার (২২আগষ্ট) বিকেলে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়ার ইয়ং স্টার ক্লাবের সার্বিক সহযোগিতায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফানুস উড়িয়ে এই গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী।
এসময় উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচ প্রু মার্মা (সাবু), মেঘলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.শফিকুল ইসলাম, ইয়ং স্টার ক্লাবের সভাপতি উচওয়াই মার্মা, সাধারণ সম্পাদক উতিংহ্লা মার্মা, গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সার্বিক তত্বাবধায়ক তোফাজজল হোসেনসহ প্রমুখ।
উদ্বোধনী খেলায় মাঝের পাড়া স্পোটিং ক্লাবের মুখোমুখি হয় আশার আলো স্পোটিং ক্লাব থানচি। খেলায় মাঝের পাড়া স্পোটিং ক্লাব ১-০ গোলে আশার আলো স্পোটিং ক্লাব থানচিকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার গ্রহণ করে মাঝের পাড়া স্পোটিং ক্লাবের গোলরক্ষক উটিংনু মার্মা।
এবারের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে জেলা ও উপজেলার ৩২টি দল অংশগ্রহণ করছে এবং বর্ণাঢ্য আয়োজনে আগামী ৯ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে টুর্ণামেন্ট পরিচালনা কমিটি।