দফায় দফায় ব্রাশ ফায়ারে প্রকম্পিত বাঘাইছড়ি, মানুষের মাঝে আতংক

422

নিজস্ব প্রতিবেদক, বাঘাইছড়িঃ-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দফায় দফায় ব্রাশ ফায়ারের ঘটনা ঘটেছে। প্রথমে বাঘাইছড়ির বাবু পাড়ায় এর পর জীবতলীতে ব্রাশ ফায়ারের ঘটনায় প্রকম্পিত হয়ে উঠেছে পুরো এলাকা। এতে মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।
শনিবার (২২ আগষ্ট) সন্ধা সাড়ে ৭টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদর থেকে আনুমানিক ১ কিলোমিটার পূর্বদিকের দূর্গম পাহাড়ি গ্রাম জীবতলী ও তালুকদার পাড়ার মাঝামাঝি স্থানে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তৎক্ষানিক কোন হতাহতের সংবাদ পাওনা না গেলেও পুরো এলাকা জুড়ে সাধারণ মানুষদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে শুক্রবার (২১ আগষ্ট) রাত ৯টার দিকে উপজেলার নিকটবর্তী বাবু পাড়া জীবঙ্গছড়া বনবিহার এলাকার আশেপাশে একে অপরের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে আঞ্চলিক দল জেএসএস (সন্তু) ও জেএসএস (এমএন লারমা) দল একে অন্যকে দোষ চাপালেও কেউ দায় শিকার করেনি। বলেনি কোন পক্ষের ক্ষয়ক্ষতির কথা।
সরেজমিন গিয়ে দেখা যায়, সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে ঝাঁজরা হয়ে আছে প্রতিপক্ষের লোকদের বাড়ীর টিনের বেড়া ও আশেপাশের গাছের ডাল পালায়। এদিকে ২৪ ঘন্টা পার হতে না হতেই আবারও গোলাগুলির ঘটনা স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালী জনগণকে ভাবিয়ে তুলেছে। তাদের মনে সারাক্ষণ বিরাজ করছে আতংক। আর সন্ধ্যার পর রাত হলে আতংকের মাত্রা বেড়ে যায় তাদের মনে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই মো. আসাদ গোলাগুলির ঘটনা শিকার করে বলেন, রাতের অন্ধকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রতিপক্ষের লোকজনকে টার্গেট করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। ইদানিং তাদের সশস্ত্র তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তাদের লাগাম টেনে ধরতে যৌথ বাহিনীর অভিযান প্রয়োজন। এছাড়া যে কোন সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা প্রকাশ করেন তিনি।