সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের কালো পতাকা উত্তোলণ ও নিরবতা পালন

486

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি জামায়াতের যোগসাজসে জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী দেশের ৬৩টি জেলায় ২০০৫ সালের ১৭ আগষ্ট একযোগে সিরিজ বোমা হামলা ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটিতে কালো পতাকা উত্তোলণ ও ১মিনিট নিরবতা পালন করেছে জেলা ছাত্রলীগ।

আজ সোমবার সকাল ৮টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কালো পতাকা উত্তোলণ ও ১মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বক্তব্য রাখেন। তিনি ওই ঘটনার মদতদাতা সহ জড়িতদের সকলের শাস্তির দাবী জানিয়ে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চারা দিচ্ছে। তাদের প্রতিহত করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আব্দুল জব্বার স্বজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মিজান রহমান চৌধুরী, মোহাম্মদ মনজুর আলম, মোহাম্মদ নুরুদ্দিন সোহাগ, মনিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, নাজমুল হক বাবু সহ আমাদের জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সম্পাদকমণ্ডলীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।