নাইক্ষ্যংছড়িতে বার্ষিক পুষ্টি পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা সম্পন্ন

269

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়িঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে বাংলাদেশ জাতীয় পুষ্টি সমন্বয়কারী কমিটি দশক কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫ সাল নাগাদ পুষ্টি উন্নয়নের লক্ষে কারিতাসের লিন প্রকল্প এর সহযোতিায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সভা মিলনায়তনে দ্বি-বাৎসরিক পুষ্টি পরিকল্পনা ও পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় কারিতাসের লিন প্রকল্পের উপজেলা নিউট্রিশন এন্ড ওয়াশ ফ্যাসিলিটেটর বোচাই মং চাক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কারিতাস লীন প্রকল্পের কো-অর্ডিনেটর লাপ্রাড ত্রিপুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফি উল্লাহ্।
এসময় অনুষ্ঠানে- স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা বাস্তবায়নে লীন প্রকল্পের প্রতিটি কাজ করা সময় সরকারে ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে সমন্বয় রেখে কাজ করা পরামর্শে প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক মোঃ শফি উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা এসিল্যান্ড মোঃ আশরাফুল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সুকান্ত, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবীব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা মার্কেটিং এসেসমেন্ট ফ্যাসিলিটেটর মানুয়েল ত্রিপুরা, উপজেলা মার্কেটিং এসেসমেন্প ফ্যাসিলিটেটর কাঞ্চনমূখী তংছগ্যা প্রমূখ।
উল্লেখ্য, তিন পার্বত্য জেলার বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এই ৩টি জেলার ১৮টি উপজেলায় ৭৭টি ইউনিয়নে ইউরোপিয়ান অর্থায়নে ৩টি মূল কার্যক্রম নিউট্রিশন গভর্নন্স সিস্টেম, নিউট্রিশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, এগ্রিকালচারাল ভেল্যু চেইন ও মার্কেট সিস্টেম উন্নয়ন কর্মসূচীসহ লিডারশীপ টু এনসিকুয়োট নিউট্রিশন লিন প্রকল্প এর সহযোগিতা কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে।