বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কাউখালী উপজেলায় “জীবনের” পথচলা শুরু

328

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটির কাউখালী উপজেলায় নানা র্কমসূচি বাস্তবায়ন করছেে র্পাবত্যাঞ্চলরে র্সবপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক জীবন।

সামাজকি কাজে অসামান্য অবদান রাখায় ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর হাত থকেে জয় বাংলা ইয়ুথ অ্যাওর্য়াড লাভ করে সংগঠনটি। গবষেণা সংস্থা সিআরআই (সেন্টার ফর রিচার্চ এন্ড ইনফরমেশন) ও তারুণ্যরে র্সববৃহৎ প্লাটর্ফম দশে সরো সংগঠন হসিবেে র্মযাদা দান করে সংগঠনটি।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে সংগঠনরে সদস্যরা।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার শতরূপা তালুকদারের উপস্থিতিতে উপজেলা পরিষদ বিশ্রামাগার সংলগ্ন শহীদ মিনার কমপ্লেক্সে বৃক্ষরোপন র্কমসূচি বাস্তবায়ন করা হয়।

জাতির জনকের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা কমপ্লেক্সে ৪৫টি চারাগাছ ও শিক্ষার্থীদের মাঝে র্অধশতাধকি চারাগাছ বিতরণ করা হয়। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে চারাগাছ রোপণ করেন কাউখালী উপজেলা জীবন এর সমন্বয়ক উচাইথনি মারমা (থনি), সাধারণ সম্পাদক উষাইনু রোয়াজা।

জীবন কেন্দ্রীয় কমটিরি সমন্বয়ক মোবারক হোসনে চৌধুরীর সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জীবনের র্অথ সম্পাদক শুভ মন্ডল ও জীবনরে স্থায়ী কমিটির সদস্য সাজিদ-বিন-জাহিদ।

বীর মুক্তিযোদ্ধা বাহার মিয়া ও তার সহযোদ্ধারা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জীবন এর কাজের ভূয়সী প্রশংসা করনে এবং জাতি গঠনে বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে তা বাস্তবায়নের জন্য সকলকে আহবান জানান।

র্বতমান করোনা মহামারীর মধ্যে সামাজকি দূরত্ব বজায় রখেে স্বাস্থ্যবধিি মেনে সুশৃঙ্খলভাবে র্কমসূচি সম্পন্ন করায় সংগঠনরে সদস্যদরে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেনে উপজলো নর্বিাহী র্কমর্কতা শতরূপা তালুকদার।

এই র্কমসূচীর মধ্য দয়িে কাউখালী উপজলোয় আনুষ্ঠানকিভাবে যাত্রা শুরু করলো জীবন কাউখালী চ্যাপটার