জাতীয় শোক দিবসে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

500

নিজস্ব প্রতিবেদকঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টায় রাঙ্গামাটি সদরের ৬ নং ওয়ার্ডের মুসলিম পাড়া নোয়া আদম হামিউচ্ছুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, জেলা আওয়ালামালীগ’র সভাপতি ক্বারী মো: ওসমান গনি।

এসময় রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন, সহসভাপতি কলিম আহমেদ, মিজানুর রহমান, মন্জুর আলম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, অভিজিত চাকমা, নাজমুল হুক বাবু, সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহম্মেদ তালুকদার, উপ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ কাওছার, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু, গন শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান মুরাদসহ জেলা ছাত্র লীগের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে মুসলিম পাড়া নোয়া আদম হামিউচ্ছুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার ও এতিম খানার ছাত্রদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।