নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-কাল রাঙ্গামাটিতে প্রতিক্ষিত পিসিআর ল্যাব উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরী এই পিসিআর ল্যাবের উদ্বোধন করবেন। বৃস্পতিবার (৬ আগষ্ট) উদ্বোধন করা হলেও নমুনা পরীক্ষার কাজ করতে আগামী ৩/৪ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সাথে আলোচনা সভা করে সকাল সাড়ে ১১টার দিকে ল্যাবটির উদ্বোধনী কার্যক্রম শুরু করা হবে। এসময় হাসপাতালে কমর্রত ডাক্তার, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
রাঙ্গামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, রাঙ্গামাটি পিসিআর ল্যাবের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলেও আগামী ৩/৪ দিন পর থেকে পুরো পুরি টেষ্টে চলে যাবে এই ল্যাব। ইতি মধ্যে ৩ জনকে ঢাকার আইডিসিআর থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে আনা হয়েছে। প্রশিক্ষণের তারাই এই ল্যাবের কাজ করবে।
ল্যাবের কাজ শুরু হয়ে গেলে রাঙ্গামাটির রোগী সনাক্ত করতে আমাদের আর কষ্ট পেতে হবে না। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেয়া বরাদ্দেই সবকাজ শেষ করা গেছে এবং প্রাথমিক ভাবে ল্যাবের নাম দেয়া হয়েছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পিসিআর ল্যাব। উদ্বোধন পরবর্তী কোভিট (১৯) শনাক্তে এই ল্যাবের মাধ্যমে পরিক্ষার কার্যক্রম শুরু করা হবে।
তিনি আরো বলেন, কোভিট (১৯) শুরু থেকে আমরা অনেকদিন কষ্ট করেছি। সুদুর চট্টগ্রামে করোনা পরিক্ষা করার জন্য আমাদের অনেক সময় লেগে যেতো। আর সময় মতো রিপোর্ট না পাওয়ায় করোনা রোগীর সংখ্যাও দিন দিন বাড়তে থাকে। এছাড়া চট্টগ্রাম থেকে বলা হয়েছে, রাঙ্গামাটি থেকে ৩৫জনের বেশি নমুনা পাঠানো যাবে না। যে কারণে আমাদের জন্য করোনা মোকাবিলা বা নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়ছিলো। আর এখন রাঙ্গামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের কারণে আমাদের আর বেশী কষ্ট করতে হবে না। দ্রুত আমরা রিপোর্ট পেয়ে যাবো এখন।
উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলায় জেলায় একজন সচিবকে দায়িত্ব প্রদান করেন। রাঙ্গামাটি জেলার দায়িত্ব ভার প্রদান করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান পবণ চৌধুরীকে। রাঙ্গামাটি জেলার প্রত্যোকের দাবী ও পবন চৌধুরীর অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতায় রাঙ্গামাটি জেলা বাসী আলোর মুখ দেখে। সরকারী দীর্ঘ সুত্রিতার কারণে রাঙ্গামাটি জেলায় পিসিআর ল্যাব বসানো কষ্ট সাধ্য হলেও সচিব পবণ চৌধুরীর আন্তরিকতা ও বিচক্ষণতায় বসুন্ধরা গ্রুপ রাঙ্গামাটি জেলায় পিসিআর ল্যাবের জন্য ৬৯ লক্ষ টাকা বরাদ্ধ প্রদান করেন। এই টাকায় সম্প্রতি রাঙ্গামাটি সিভিলসার্জন বিপাশ খীসার হাতে তুলে দিলে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু হয়।
এদিকে এই ল্যাবের কাজ করতে গিয়ে বৈদুতিক শর্ট সার্কিটে রাঙ্গামাটিতে দুই জন শ্রমিক প্রাণ হারায়।