খাগড়াছড়িঃ-খাগড়াছড়ির রামগড়ের বড় খেদাছড়া এলাকায় যাত্রীবাহি টেক্সির সাথে মুখোমুখি সংঘর্ষে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। নিহত ক্যাওচাই মারমা (২২) উপজেলার ১নং ইউনিয়নের লাচারিপাড়ার বন বিহার এলাকার চাতাপ্রু মারমার ছেলে বলে জানা গেছে।
রবিবার (২ আগস্ট) সকালে রামগড় বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে বড় খেদাছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি টেক্সির সাথে সংর্ঘষের দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও টেক্সি ও মোটরসাইকেল থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, ক্যাওচাই মারমা রবিবার রামগড় বাজার থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার পথে বড় খেদাছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি টেক্সির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে ঐ টেক্সির চালক দ্রুত তার গাড়িতে করে আহত ক্যাওচাইকে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ক্যাওচাই মারমা পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বলে স্থানীয়রা জানান।