লংগদু প্রতিনিধিঃ-রাঙ্গামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে দুটি গরুসহ এক গৃহিণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক রাত ১১ ঘটিকার সময় লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় বাসিন্দা মোঃ আব্দুর রহিমের স্ত্রী দুলু বেগম (৪৫) বজ্রপাতে নিহত হন। এ সময় একই ঘরের বারান্দায় থাকা দুটি উন্নত জাতের গরুও মারা যায়।
পরিবারের সদস্যদের মতে, যখন বৃষ্টি হচ্ছিলো তিনি ঘরের বারান্দায় বৃষ্টির পানি সংগ্রহ করার চেষ্টা করছিলেন, হঠাৎ আকাশে বিজলি চমকালে ওনার মেয়ে ঘরের চলে যায়। কিন্তু মাকে আসতে না দেখে সে পুনরায় দেখে তার মা বারান্দায় পড়ে আছে। মেয়েটি পাশে থাকা তার ভাইকে বিষয়টি জানালে মৃত ব্যক্তির ছেলে এসে তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন তাকে মৃত বলে বিষয়টি নিশ্চিত করেন এবং পরিবারকে দাফন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।