রাঙ্গামাটি শহরে শনাক্ত আরো ৩১, মোট আক্রান্ত ৬৫১, সুস্থ ৪৫৫ জন

316

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিকে ছাড়ছেই না যেনো মরনব্যাধি করোনা ভাইরাস। ঈদুল আযহার আগের দিন শুক্রবার (৩১ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে রাঙ্গামাটিতে নতুন করে আরো ৩১ জনের করোনা শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।

এনিয়ে রাঙ্গামাটি জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ৬৫১ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৫৫ জন। মারা গেছেন ৯ জন। এখনো আইসোলেশনে আছেন ১০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনরত আছেন ১১জন। কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে ৩৫২৩।

তিনি আরো জানান, নতুন শনাক্তদের মধ্যে ২৪জন রাঙ্গামাটি শহরের, ৩জন কাপ্তাই উপজেলায়, ৩জন লংগদু উপজেলায় এবং ১জন রাজস্থলী উপজেলায়।

শুক্রবার পর্যন্ত রাঙ্গামাটি জেলা থেকে ২৯৮৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। যার মধ্যে ২৮৮১ জনের রিপোর্ট এসেছে এবং আক্রান্ত হয়েছেন ৬৫১ জন। আর অপেক্ষমান রিপোর্ট রয়েছে ১০৭টি।

এব্যাপারে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, শনাক্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন রাঙ্গামাটি জেলা শহরে। এখানে শনাক্ত হয়েছেন ৪০৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত হয়েছে কাপ্তাই উপজেলায় ১০০ জন। এছাড়া বাঘাইছড়িতে ১৫ জন, লংগদুতে ১৩ জন, বরকলে ৫ জন, জুরাছড়িতে ২৩ জন, বিলাইছড়িতে ১৩ জন, রাজস্থলীতে ১০ জন, কাউখালীতে ৩০ জন, নানিয়ারচরে ৯ জন শনাক্ত হয়েছেন।

এছাড়া রাঙ্গামাটি জেলায় মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩৫৩৪জনকে। তার মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ১২৪১ জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২৯৩ জন। কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছে ৩৫২৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ১১ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬৫১জন।

উল্লেখ্য, গত ৬ মে তারিখে প্রথমবারের মতো দেশের সর্বশেষ জেলা হিসেবে করোনা শনাক্ত হয় রাঙ্গামাটিতে। সেই সময় ৪ মাস বয়সী এক শিশুসহ চারজন সনাক্ত হয়।