রাঙ্গামাটিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপহার বিতরণ করলো দীপংকর তালুকদার এমপি

349

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-কোভিট-১৯ মহামারিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ থেকে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাঙ্গামাটি শিশু নিকেতন স্কুল প্রাঙ্গণে “ধর্ম নিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য শিক্ষাবিদ নিরুপা দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিন, নারী নেত্রী টুকু তালুকদার, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দাশ, মনিবালা চাকমা, ক্যামেলিয়া দেওয়ান, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সুনীল কান্তি দে ও সাধারন সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।
রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নৃত্য শিল্পী, চিত্র শিল্পী, ক্রীড়া সংগঠকসহ ১০০ জনকে এই খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, সয়াবিন তেল, আলু, পেঁয়াজ, লবন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। করোনাকালিন এ সংকটময় সময়ে মানুষের পাশে থেকে দুর্ভোগ কিছু লাঘব করার লক্ষ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি উপহার স্বরূপ এমন খাদ্য সহায়তা প্রদান করেছে বলে জানান আয়োজকরা।