রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারী মহিলা কলেজে বৃক্ষরোপন কর্মসূচী

332

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-মুজিববর্ষ উদযাপন এর অনুষঙ্গ হিসেবে এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন হিসেবে এবং দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ সর্বোচ্চ ভূমিকা পালন করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের প্রদত্ত সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন এবং সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার তত্বাবধানে ৫ জুন থেকে জেলায় চলছে বৃক্ষরোপণ কর্মসূচি।
আর এরই আলোকে বুধবার (২৯ জুলাই) সকালে রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, সাবেক কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজল দাশ, সহ-সভাপতি মিজান চৌধুরী অভি, জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক ইকবাল আহমেদ তালুকদার, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু, সহ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা রেশমী, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, কার্যকরী সদস্য মুমতাহেনা চৌধুরী, ৪নং ওয়ার্ড সহ-সভাপতি পারভেজ চৌধুরী, ছাত্রলীগ কর্মী মায়চিং মারমা, তাহমিনা আক্তার, তামজিদা, রিয়া, সানজিদা।