শনিবার ৩ জন শনাক্তঃ কাপ্তাইয়ে আবারো করোনা রোগী বাড়ছে

150

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাই উপজেলায় হঠাৎ করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শনিবার (২৫ জুলাই) ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তার আগের দিন (শুক্রবার) শনাক্ত হয়েছিলেন ২ জন। এই তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কন্দ্রের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ ওমর ফারুক। তিনি এই প্রতিনিধিকে বলেন শনিবার উপজেলায় ৩ জন করোনা রোগী শনাক্ত হন। এদের একজন হলেন চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্য এবং অপর ২ জন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতাল এলাকার বাসিন্দা। ৩ রোগীর মধ্যে ১ জন মহিলা এবং অপর ২ জন পুরুষ।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক বলেন বিগত ১০ দিন উপজেলায় একজন করোনা রোগীও শনাক্ত হয়নি। পূর্বে যারা শনাক্ত হয়েছিলেন তারা ইতিমধ্যে সবাই সুস্থ হয়েছেন। কিন্তু হঠাৎ করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় উপজেলায় বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে সার্বক্ষনিক মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।