রাঙ্গামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

447

ইমতিয়াজ কামাল ইমন, রাঙ্গমাটিঃ-মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় সারাদেশের ন্যায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ।
শনিবার (২৫ জুলাই) সকালে শহরের ভেদভেদী আমানতবাগ শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মধ্যদিয়ে কর্মসূচী উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক দীপক দেওয়ান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, রাঙ্গামাটি জেলা যুবলীগের সহ সভাপতি শহিদুল আলম স্বপন, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইদুল, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি সালাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবু, জেলা ছাত্রলীগের গণ- শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান মুরাদ প্রমুখ।
এসময় রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, করোনা দুর্যোগের মাঝেই স্বাস্থ্যবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মুজিববর্ষ উপলক্ষে তাদের এই কর্মসূচী পালন করা হচ্ছে। কারণ গাছ আমাদের অক্সিজেন দেয় এবং খাদ্যের যোগানদাতা হিসাবেও কাজ করে। এ ধারাবাহিকতা আমরা নিজ এলাকায় অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে জেলা ছাত্রলীগের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় উক্ত বৃক্ষরোপন কার্যক্রম মাসব্যাপী এলাকা ভিত্তিক চলমান থাকবে। আর সকলেরই উচিত গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষায় এগিয়ে আসা।