রাঙ্গামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত

424

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে রাঙামাটিতে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাঙামাটি জেলা কার্যালয়ে ফলজ গাছের চারা লাগিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কামন্ড্যাান্ট (অতি: দায়িত্ব) মো: তরফদার আলমগীর হোসেন ।

পরে জেলা কমান্ড্যান্ট মো: তরফদার আলমগীর হোসেন আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে এক হাজার ফলজ এবং ভেষজ গাছের চারা বিতরন করেন।

চারা বিতরন কালে জেলা কমান্ড্যান্ট মো: তরফদার আলমগীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশ ব্যাপী একযোগে বৃক্ষরোপন অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙামাটি জেলার প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সদস্যদের মাধ্যমে চারা বিতরন ও রোপন করা হয়েছে।