মুজিব বর্ষ উপলক্ষে পৌর ছাত্রলীগের বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসুচি পালিত

351

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গামাটি পৌর শাখা।

সোমবার (২০ জুলাই) সকালে রাঙ্গামাটি ভেদভেদি এলাকায় বনজ ঔষধি ও ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, রাঙ্গামাটি ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হায়, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, জেলা যুবলীগের সহ সভাপতি মোঃ আবু তৈয়ব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠিন সম্পাদক মোঃ আব্দুল করিম, রাঙ্গামাটি সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিটন বড়ুয়া, রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপু ,শ্রীং লেপচাসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।