কাপ্তাইয়ে টানা ৭ দিন করোনা রোগী নেই, এ পর্যন্ত ৮৩ রোগী সুস্থ হয়েছেন

356

কাজী মোশাররফ হোসেন, কাপ্তাইঃ-কাপ্তাই উপজেলায় টানা গত ৭দিন করোনা আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। ইতিমধ্যে ৮৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে ৭ জন করোনা রোগী হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। করোনা আক্রান্ত এই ৭ জন রোগীও দ্রুত সুস্থ্য হবেন বলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সুত্রে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ ওমর ফারুক।
তিনি সোমবার (১৯ জুলাই) জানান, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ মানুষ স্বাস্থ্য বিধি মেনে চলছেন এবং সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা করছেন। মূলত এই কারণেই কাপ্তাই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা কমছে। সোমবার হোম আইসোলেশনে থাকা ২ জন করোনা রোগীকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে। উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পাওয়ায় এবং পূর্বে আক্রান্ত করোনা রোগীরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সকল চিকিৎসক সন্তোষ প্রকাশ করেন।