স্বাস্থ্য সেবা মানুষের দৌঁড়গোড়ায় পৌছে দিতে সরকারের পাশাপাশি চিকিৎসকদের এগিয়ে আসা প্রয়োজন-দীপংকর তালুকদার এমপি

314

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ- স্বাস্থ্য সেবা মানুষের দৌঁড়গোড়ায় পৌছে দিতে সরকারের পাশাপাশি ব্যক্তিগত ভাবে চিকিৎসকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাঙ্গামাটি সংসদ সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, চোখ এমন একটি শরীরের অঙ্গ যার মূল্যায়ন আমরা থাকতে করি না। হারিয়ে যাওয়ার পর আমরা চোখের জন্য চিন্তা করি। তিনি শরীরের পাশাপাশি চোখের চিকিৎসাও নিয়মিত করার আহবান জানান।

রবিবার (১৯ জুলাই) বনরূপায় সোলায়মান চৌধুরীর নিজবাস ভবনে জবল ই নুর চক্ষু চিকিৎসালয় এর শুভ উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সভাপতি সোলাইমান চৌধুরী সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সফল জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, এতে আরো উপস্থিত ছিলেন প্রধান চিকিৎসক, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ মুরাদ উপস্থিত ছিলেন।
পরে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার মানুষদেরকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবার প্রদান করেন।

জানা গেছে, রাঙ্গামাটিতে প্রথমবারের মত বিশেষজ্ঞ ডাক্তার, অত্যাধুনিক যন্ত্রপাতি ও পদ্ধতির মাধ্যমে সুলভে চোখের সুচিকিৎসা সেবার দৃঢ় প্রত্যয়ে রক্তপাতহীন, সেলাইবিহীন, চোখের ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হবে এখানে।

চক্ষু সেবা প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত থাকবেন, রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মো. সোলায়মান চৌধুরী। জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয়ের প্রধান চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের চিকিৎসায় নিয়োজিত থাকবেন, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাঃ শেখ মোহাম্মদ মুরাদ। জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয়ের পরিচালক হিসেবে দায়িত্বে থাকবেন, মো. কামাল উদ্দীন।

এব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালক মো. কামাল উদ্দীন জানান, প্রতিষ্ঠান থেকে উপার্জন নয়, মানুষকে চিকিৎসা সেবাই হলো মূল্য লক্ষ্য। জনগণকে সেবার প্রত্যয় নিয়ে সুভল মূল্যে চোখের ছানি অপারেশন করা হবে। উদ্বোধনীর প্রথম দিনেই ৫ জনের অপারেশেন করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১ জন বিশেষজ্ঞ ডাক্তার সপ্তাহে ১দিন প্রতি বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জবল-ই-নূর চক্ষু চিকিৎসালয়ের চিকিৎসাসেবা প্রদান করা হবে।

এই প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র অবহেলিত জনগোষ্ঠির চিকিৎসা সেবায় প্রতি ইউনিয়নের জনগণ চক্ষুসেবা গ্রহন করতে পারবেন বলে তিনি জানান।