নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি মেডিকেল কলেজে নির্মানাধীন পিসিআর ল্যাবের নীচতলায় বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুই শ্রমিকের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মৃত দুই শ্রমিক মোঃ আনোয়ার হোসেন (৩৭) মোঃ আব্দুল আজিজ (৩৫) এর বাড়ি রাঙ্গামাটির রিজার্ভ বাজার পুরাতন পুলিশ লাইন এলাকার বাসায় গিয়ে তাদের দুই পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টও উত্তম কুমার দাশ, ৩নং পৌর কাউন্সিলার পুলক কুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এ সময় মৃত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দিয়ে তাদের ধৈর্য্য ধরার আহবান জানান। তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা। আমরা এর বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে সুবিচার করা হবে।
উল্লেখ্য, জানা গেছে, মেডিকেল কলেজ হাসপাতালের মূল দরজার সংলগ্ন নির্মানাধীন পিসিআর ল্যাব স্থাপনের জন্য একদল শ্রমিক বিদ্যুৎ মেরামতের কাজ করছিলেন। এসময় তারা মাটির নিচ দিয়ে মূল ভবনে বিদ্যুৎ লাইন সংস্কার কাজ করার সময় হঠাৎ দু’জন শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তারা শহরের রিজার্ভ বাজার পুলিশ লাইন এলাকায় ভাড়া বাড়িতে থাকলেও দু’জরেই গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ঈশ^রদী গ্রামে বলে জানা গেছে।