রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবানঃ-বান্দরবান সদরের অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বান্দরবান সেনা রিজিয়ন।
সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বান্দরবানের বিভিন্ন এলাকার দু:স্থ ও কর্মহীন ৮০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তারা।
এই সামাজিক দুরত্ব নিশ্চিত করে বান্দরবান সদরের আর্মি পাড়া, ওয়াবদা ব্রীজসহ কয়েকটি এলাকায় লকডাউনে থাকা অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, আটা, আলু ও তেল।
করোনা পরিস্থিতি মোকাবেলায় দু:স্থ মানুষের সেবায় সেনাবাহিনীর এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনা রিজিয়নের কর্মকর্তারা।