কাপ্তাই দু:স্থ মহিলাদের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সেলাই মেশিন বিতরণ

199

ঝুলন দত্ত, কাপ্তাইঃ-আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে ৮ জন এবং চন্দ্রঘোনা ইউনিয়নে ৬ জনসহ সর্বমোট ১৪ জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার(১৩ জুলাই) চন্দ্রঘোনা এবং চিৎমরম ইউনিয়ন পরিষদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা দু:স্হ মহিলাদের হাতে এই সেলাই মেশিন তুলে দেন। এইসময় ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী ও ইউপি সদস্যবৃন্দ এবং ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী সহ ইউপি সদস্যরা উপসিস্থ ছিলেন।