দীপংকর তালুকদার এমপি’কে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য মনোয়ারা’র শুভেচ্ছা

197

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের সদস্য, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান।
তিনি, পাহাড়ী বাঙ্গালীর ঐক্যের প্রতীক অবিসংবাদিত জননেতা দীপংকর তালুকদার এমপি কে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরা সকলেই আশাবাদী, জননেতা দীপংকর তালুকদার এমপি, এর নেতৃত্বে দেশের খাদ্য উৎপাদন আরো বেগবান ও ত্বরান্বিত করে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের সম্ভাব্য খাদ্য সংকটে আর্তমানবতার সেবায় দেশের উদ্বৃত্ত খাদ্য নিয়ে সহযোগিতা করতে অভুতপূর্ব সাফল্য লাভ করবে।
গত বুধবার (৮জুলাই) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শুন্য হওয়া খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি পদে স্থান পান রাঙ্গামাটি থেকে নির্বাচিত আওয়ামীলীগের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি।