রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত বেড়ে ৪১৮

250

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটিতে নতুন করে আরো ২২জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪১৮ জন এবং করোনায় মৃত্যুর সংখ্যা ৭জন।

বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে আসা রিপোর্টের মধ্যে নতুনভাবে ২২ জন করোনায় আক্রান্ত হয় বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।

নতুনভাবে করোনা আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি শহরের ১৭জন,কাউখালী উপজেলায় ২জন এবং কাপ্তাই উপজেলার ৩জন বলে জানা গেছে।

বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে আইসোলেশনে রয়েছেন ৬ জন,সুস্থ হয়েছেন ২৩১ জন।

করোনা আক্রান্ত ৪১৮ জনের মধ্যে রাঙ্গামাটি শহরে ২৪৯জন,কাউখালী উপজেলায় ২৫জন, কাপ্তাই উপজেলায় ৮৪জন,লংগদু উপজেলায় ৯জন,বরকল উপজেলায় ২জন,বাঘাইছড়ি উপজেলায় ১৫জন, জুরাছড়ি উপজেলায় ১৫জন, বিলাইছড়ি উপজেলায় ১১জন,রাজস্থলী উপজেলায় ৬জন, নানিয়ারচর উপজেলায় ২জন।