নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটিঃ-করোনা ভাইরাসে কর্মহীন এই পরিস্থিতিতে রাঙ্গামাটি জেলায় সংস্কৃতিকর্মীদেরও জীবন-জীবিকা প্রায় থমকে গেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দের মধ্যে রাঙ্গামাটি জেলায় ৯০ জন সংস্কৃতিকর্মী পাচ্ছেন বিশেষ প্রণোদনার অর্থ সহায়তা। ইতিমধ্যে জেলায় প্রথম দফায় ৫০ জনকে প্রণোদনার অর্থ দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় আরও ৪০ জনের বরাদ্দ এসেছে বলে জানা গেছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে কারণে কর্মহীন পরিস্থিতিতে রাঙ্গামাটির দশ উপজেলার ৯০ জন সংস্কৃতি কর্মীকে সাড়ে ৪ লাখ টাকা প্রণোদনা দেয়া হচ্ছে। প্রণোদনার বিশেষ ভাতায় প্রথম দফায় জেলার কাপ্তাই উপজেলায় ৩, কাউখালী ৪, রাজস্থলীতে ৪, জুরাছড়িতে ২, লংগদুতে ৪, বিলাইছড়িতে ৫, বরকলে ৫, নানিয়ারচরে ২, বাঘাইছড়ি উপজেলায় ৪জন ও সদর উপজেলায় ১৭ জনকে ২ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়। এই ৫০ জন প্রণোদনার অর্থ হাতে পেয়েছেন।
দ্বিতীয় দফায় সদর উপজেলায় ২৮, কাপ্তাইয়ে ৮ ও কাউখালীতে ৪ জনকে প্রণোদনা হিসেবে ২ লাখ টাকা দেয়া হবে। সেই হিসেবে রাঙ্গামাটি সদর উপজেলায় উপকারভোগী সংস্কৃতিকর্মী ৪৫, কাপ্তাইয়ে ১১, কাউখালীতে ৮, জুরাছড়িতে ২, বাঘাইছড়িতে ৪, লংগদুতে ৪, বিলাইছড়িতে ৫, বরকলে ৫, নানিয়ারচরে ২, রাজস্থলীতে ৪ জন।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার জানান, ইতিমধ্যে প্রথম ধাপে রাঙ্গামাটির দশ উপজেলা থেকে ৫০ জন সংস্কৃতির মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা হারে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থ অনুদান দেয়া হয়েছে। দ্বিতীয় দফায় সদর উপজেলা, কাপ্তাই ও কাউখালীর আরও ৪০ জনের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা হারে ২ লাখ টাকা অনুদান দেয়া হবে। দুই-একদিনের মধ্যে দ্বিতীয় দফার সাংস্কৃতিক কর্মীগণ অর্থ হাতে পাবেন।