রাঙ্গামাটিতে নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত, মোট শনাক্ত ৩৮৫

432

নিজস্ব প্রতিবেদক,রাঙ্গামাটি – রাঙ্গামাটিতে নতুন করে আরো ২২জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৫ জন।

রবিবার চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে ২২জন নতুনভাবে করোনায় আক্রান্ত হয় বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।

নতুনভাবে করোনা আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি সদরের ১০জন, বিলাইছড়ি উপজেলার ৪জন, কাউখালী উপজেলার ২জন এবং কাপ্তাই উপজেলার ৬ জন বলে জানান ডাঃ মোস্তফা কামাল।

রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যঅনুযায়ী জেলায় বর্তমানে আইসোলেশনে আছেন ৬জন, কোয়ারেন্টাইনে আছেন ৭৬জন। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯২জন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন।