শাহ আলম, পাহাড়ের আলো ডট কম, রাঙামাটি: রাঙ্গামাটির বরকল উপজেলার ঐতিহ্যবাহী সুভলং বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার ও ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসক ও সেনাবাহিনীর পক্ষথেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সুভলং বাজারে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে ৭৪টি ক্ষতিগ্রস্থ পরিবার ও দোকানদারদের মাঝে এ সব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষথেকে জনপ্রতি ২০ কেজি চাউল, ১টি কম্বল ও নগদ ২ হাজার টাকা প্রদান করা হয় এবং সেনাবাহিনীর পক্ষথেকে ২০কেজি চাউলসহ ডাল, তেল, আটা, লবণ, আলু ও পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ শেষে বাজারে অগ্নিকান্ডের ঘটনাটি দুঃখজনক জানিয়ে, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনসহ সকল প্রশাসন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে রয়েছে। আমরা চেষ্টা করছি সকলে সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসন করার। ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করার জন্য টিনসহ সকল প্রকার সহযোগিতা করা হবে।
