বাঘাইছড়িতে বেইলি ব্রীজের রেলিংয়ে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

342

বাঘাইছড়িঃ-বাঘাইছড়িতে বেইলি ব্রীজের রেলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে নুরুল ইসলাম (মনা ৪৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৫ জুন) রাতে এই ঘটনাটি ঘটে। সে কাচালং মডেল টাউন বেইলি ব্রীজ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত নুরুল ইসলামের স্ত্রী জুলেখা দাবী করেন, তার শশুর মৃত আব্দুর রাজ্জাকের মুক্তিযোদ্ধা সনদ বের করার জন্য দীর্ঘদিন ধরে মানুষের থেকে ধার দেনা করে দুই লক্ষ টাকা খরচ করেছেন। ইদানিং পাওনা টাকার জন্য অনেকেই বাড়িতে গিয়ে চাপ দিতে থাকে। এ নিয়ে পরিবারের সাথে তার কিছুটা বিরোধ চলছিলো। তাই মানসিক ভাবে কিছুটা ভেঙ্গে পড়েছিলো।
নিহতের ছোট ভাই নুরুন্নবী বলেন, তার ভাই মাদকাসক্ত ছিলো এর আগেও একবার ব্রীজ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলো। আর সোমবার (১৫ জুন) রাতে পরিবারের সাথে ঝগড়া বিবাদ করে রাত ৩টার দিকে বের হয়ে যায়। পরে সকালে ব্রীজের সাথে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলো বিস্তারিত জানা যাবে।