বান্দরবানে জেলা প্রশাসকসহ দুজন করোনায় আক্রান্ত, মোট শনাক্ত – ৭৮

390

বান্দরবান প্রতিনিধি – বান্দরবানে জেলা প্রশাসকসহ দুই জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কক্সবাজার ল্যাবের বৃহস্পতিবার রাতের রিপোর্টে দুজনের করোনা পজিটিভ নিশ্চিত হয়। এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে।

বান্দরবান স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় বান্দরবান জেলায় নতুন আরো ২জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন, বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম ও হিলভিউ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল।

উপসর্গ থাকায় আরো অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা।